Saturday, May 10, 2025
LATEST UPDATES

মিডিয়া জোন একটি এস,এস কানেকশনস্ এর প্রতিষ্ঠান !!

মো:-শরিফ @ জামাল শরিফ (৪০) পিতা-হাজী মোঃ-আঃ মালেক ব্যাপারী সাং-১৯২৮/১ থানা-কদমতলী, ঢাকা কয়েক দিন পূর্বে রাত অনুমান ১১.০০ ঘটিকার দিকে কতিপয় দুষ্কৃতকারী কৃর্তক শারিরিক আঘাত প্রাপ্ত হয়ে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ হতে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। পরবর্তীতে শারিরকি সমস্যা সুষ্টি হওয়ায় গত উন্নত চিকিৎসার জন্য সেন্ট্রাল হাসপাতাল লিঃ হাউজ-২, রোড-৫, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা হতে চিকিৎসা সেবা গ্রহন করে বলে জানা যায়। তার অবস্থা্ এখন আশংকা মুক্ত বলে জানিয়ছে কর্তব্যরত চিকিৎসক। তিনি কিছুটা সুস্থ হওয়ার পর বাদী হয়ে হাজারীবাগ থানায় কেস করে বলে জানা যায়।
Share This :

Post a Comment