“কালে কালে এল কলি কাল ,
হাঁসের ছানা চাটে বিড়াল ছানার গাল।”
চিরন্তন সত্য এই বাণীটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত মূলক একটি চিত্র।
মঙ্গলবার সকালে তেমনি এক ঘটনা ঘটলো কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
মঙ্গলবার সকালে তেমনি এক ঘটনা ঘটলো কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
ঘূর্ণিঝড় ’মোরা’তে যখন বিধ্বস্ত বাড়ি-ঘর। তখন লোকজন জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রগুলোর দিকে ছুটে চলছে। যে যার মতো ইয়া নাফছি ইয়া নাফছি করে যার যার প্রাণ বাচাঁনোর জন্য ছুটো ছুটি করে নিরাপদ আশ্রায় খুজেঁ নেওয়ার চেষ্টা করছে। ঠিক সেই সময়ই প্রাণ বাচাঁতে কাঁধে কাঁধ মিশিয়ে চির শত্রুতার সম্পর্ক নিমিশেই বিলিন হয়ে এখন বিপদে পড়ে বন্ধুর মত আচারণ। একেই বলে “কালে কালে এল কলি কাল, হাঁসের ছানা চাটে বাঘের ছানার গাল।” চিরন্তন সত্য এই বাণীটির নাম করণের স্বার্থকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।। আলোড়ন সৃষ্টিকারী বিধ্বংসী ঘূর্ণিঝড় “মোরা“ কবলিত এলাকায় এই ঘটনাটি ঘটলো। তারই একটি বাস্তব চিত্র।
ঘূর্ণিঝড় ’মোরা’তে যখন চারদিকে দূর্যোগের ও বিঃধ্বস্তের ঘনঘটা ঠিক তখনই এই বিপদে পড়ে হাঁসের বাচ্চা পেল নিরাপদ আশ্রয়স্থল । সেই আশ্রায়স্থলটি আর কেউ নয়। সেটি হলো- বিড়ালের বাচ্চার কোল। বিড়ালটি বুকের মধ্যে নিজের বাচ্চা’র মতো করে আগলে রেখেছে হাঁসের বাচ্চাটিকে। এটি অবিশ্বাস্য হলেও সত্য। সূত্রঃ নেট।
Post a Comment