প্রথমবার যৌথ প্রযোজনার ছবিতে নাম লেখান সুপারস্টার শাকিব খান। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত ‘শিকারি’ ছবিটি পরিচালনা করেন কলকাতার জয়দীপ মুখার্জী। একই নির্মাতার ছবিতেই দ্বিতীয়বারের মতো আবারও অভিনয় করলেন শাকিব। ছবির নাম ‘নবাব’।
বাংলাদেশের বক্স অফিসে ইতিবাচক সাড়া ফেললেও ‘নবাব’ এখনো মুক্তি পায়নি কলকাতায়। কাল শুক্রবার (২৮ জুলাই) ছবিটি পশ্চিম বঙ্গের ১১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। আর এই ছবির প্রচার প্রচারণায় এখন পুরোদমে ব্যস্ত আছেন ছবির নির্মাতা জয়দীপ মুখার্জী এবং ছবিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
সম্প্রতি ‘নবাব’-এর প্রচারণায় গিয়ে একটি এফএম রেডিওর অনুষ্ঠানে ছবির নায়ক সম্পর্কে বলতে গিয়ে নির্মাতা জয়দীপ মুখার্জী শাকিবকে ‘বাংলাদেশের রজনীকান্ত’ বলে মন্তব্য করেন!
এরপর শাকিবের কাজের অভিজ্ঞতাগুলো শেয়ার করে জয়দীপ বলেন, এটাতো শাকিবের সঙ্গে দ্বিতীয়বার। প্রথমবার শিকারি ছবিটি করার সময়ই তার ডেডিকেশন ছিলো দেখার মতো। খুবই স্বল্পভাষি একজন মানুষ, যখন কাজটা করে তখন কাজের মধ্যেই থাকে।
Post a Comment